রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বালাচড়া গ্রামের নুরুল আমিন এর অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়ে , দীর্ঘ দিন ধরে সেই ছাত্রী কে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে এবং বিয়ে না করে ধর্ষণ করেছে , একই এলাকার কুঠিপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে সাইদ হাসান কানন। মোস্তাফিজার রহমান মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে জানা যা,আমার মেয়ে স্হানীয় একটি বিদ্যালয়ে লেখা পড়া করে।স্কুল যাওয়া আসার সময় সাঈদ আমার মেয়েকে উত্তপ্ত করতো।ঘটনার দিন ভিআইপি শাহাদত হোসেন কলেজের সামনে রাস্তায় পৌঁছিলে সাঈদ হাসান কানন জোরপূর্বক মোটরসাইকেল তুলিয়া রংপুর প্রাইম মেডিকেল এর পাশে মাস্টার পাড়া গ্রামে এক ব্যক্তির বাসাতে নিয়ে যায়। পরে বিবাহ করবে বলে উক্ত বাসাতে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ করে। সেই বাসাতে কয়েকদিন রাখে এবং মেয়েটি বিবাহের জন্য চাপ দিলে তাহাকে রেখে সাইদ কৌশলে পালিয়ে যায়।
বদরগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা -মোঃ আতিকুর রহমান বলেন – এ ঘটনায় মামলা হয়েছে, আসামী গ্রেফতারের অভিযান প্রক্রিয়া চলছে।