রানা ইসলাম(বদরগঞ্জ)রংপুর: রংপুরে বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তিকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় গুরতর আহত গোলাম রব্বানী নামে এক ব্যাক্তি থানায় দুই জনকে অভিযুক্ত করে নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত ব্যাক্তিরা হলেন,ইদ্রিস আলী ও আবু কাহার। এই দুইজন বাবা ছেলে।সোমবার ২ডিসেম্বর উপজেলার দামোদরপুর ইউনিয়ন চকপলাশবাড়ির মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গোলাম রব্বানী মা অলিমা খাতুন নিকট ১৯৮০ সালে ৩০শতক জমি বিক্রয় করেন অভিযুক্ত ইদ্রিস আলী।অলিমা ইদ্রিস সম্পর্কের দুজন ভাই বোন।পরবর্তীতে অলিমা তার ৩০শতক জমি দুই সন্তান গোলাম রব্বানী ও ওবায়দুলকে লিখে দেন। ১৯৯০সালে ঐ ৩০ শতক জমি দুই ভাই তাদের নামে রেকর্ড করে নেন।এর পরে জমিতে চাষাবাদ করে আসছিল ভুক্তভোগী।ঘটনার দিনে গোলাম রব্বানী জমিতে চাষাবাদ করতে গেলে ইদ্রিস ও তার ছেলে বাধা দেয়।এতে দুই ভাইয়ের মধ্যে রব্বানী মাথায় আঘাত পায়। আরেক ভাই ওবায়দুল হাতে জখম হয়।
অভিযোগ অস্বীকার করে ইদ্রিসআলী বলেন,তারা দুইভাই ও বউরা মিলে লাঠি দিয়ে আমাকে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়।তিনি আরো বলেন জমি আমি বিক্রয় করেছি ১৫শতক।বাকী ১৫শতক ঐ সময় তাকে মুখে দিয়েছিলাম আবাদ করার জন্য।১৫ শতক জমি দেওয়ার সময় বলেছিলাম আমার ছেলে সাবালক হলে বাকি জমি ছেড়ে দিতে হবে।
এবিষয়ে ভুক্তভোগী গোলাম রব্বানী বলেন,আমার মা ইদ্রিস আলীর কাছ থেকে ৩০শতক জমি ক্রয় করেছেন।সেই কবলাকৃত দলিল ও আমাদের কাছে আছে।তাদের কোন দলিল নেই।আমরা এঘটনায় উপযুক্ত বিচার চাই।
বদরগঞ্জ হাসপাতালে উপসহকারী কমিউনিটি চিকিৎসক ডাঃ মনির হোসেন বলেন, গোলাম রব্বানী নামে এক ব্যক্তি গুরতর আহত অবস্থায় এলে তার মাথায় ১৬টি সেলাই দেওয়া হয়।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় বিশ্রাম থাকতে বলা হয়েছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।