রানা ইসলাম,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে বৈদ্যুতিক মর্টার মেরামত করতে গিয়ে মোহাম্মদ আলী(৩২)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১আগস্ট উপজেলা কালুপাড়া ইউনিয়ন গনিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত মোহাম্মদ আলী একই গ্রামের শহিদুল ইসলাম ছেলে।তিনি দুই সন্তানের জনক ছিলেন। ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
পারিবারিক ও স্হানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী জমিতে কাজ শেষে বাড়িতে ফিরে অকেজো একটি বৈদ্যুতিক মর্টার মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
স্হানীয় ইউপি সদস্য এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন,ঘটনাটি আমার নলেজে নাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।