রানা ইসলাম,বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রাশিদা বেগম(৭৫)নামের এক বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে
মৃত্যু হয়েছে। রংপুরের বদরগঞ্জে
শুক্রবার৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে উপজেলা দামোদরপুর ইউনিয়ন মোস্তফাপুর জলুবর গ্রামে এ ঘটনা ঘটে।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL
স্হানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র রায় ও হযরত আলী বলেন,ঘটনার সময় রাশিদা বেগম জমিতে সেচে পানি দেওয়ার সময় অসাবধনাবশে মর্টার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে বাবুল শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্হানীয়এক ব্যক্তি নলিন রায় তাদেরকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে স্হানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24
চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা রাশিদার মৃত্যু হয়। উপজেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ আহসানুল হক কনক বলেন,হাসপাতালে আনার পরে ঐ বৃদ্ধার মৃত্যু হয়।এঘটনায় আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন।