রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মির্জাপান শেখ (৬৫) নামের এক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯অক্টোবর) সকালে ৭ টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর ডাঙ্গাপাড়া নামক গ্রামে। তার পিতার নাম মৃত কফিল উদ্দিন (ওরফে) তপু শেখ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ঘরের দেওয়ালে বৈদ্যুতিক মিটারের তারে আগুন দেখতে পান মৃত মির্জা পানের স্ত্রী। বৈদ্যুতিক মিটারের তারে আগুন দেখতে পেয়ে তার স্বামী মির্জা পান কে জানান। সেই আগুন দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।