রিয়াদ ইসলাম,রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ২০ লাখ টাকার বিনিময়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ২২ জুন শনিবার দিনব্যাপী স্কুলের প্রধান ফটক ও ক্যাচি গেটে তালা দিয়ে নিয়োগ দেয়া হয়েছে বলে অংশগ্রহণকারী পরীক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যরা অভিযোগ করেন।
সরেজমিনে স্কুলে গেলে ছাত্র অভিভাবক মোতালেব মিয়া, আকমল হোসেন, মজিবর রহমান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বরত কয়েকজন শিক্ষক প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার মধ্যে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আন্ডারগ্রাউন্ড পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কমিটির সদস্যদের না জানিয়ে ২০ লাখ টাকার বিনিময়ে গোপনে সাজানো পরীক্ষার মধ্য দিয়ে গেটে তালা ঝুলিয়ে ল্যাব/শব/ ও কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ (জেনারেল ইলেকট্রিক্যাল এয়াকর্স) পদে সভাপতি জাহিদুল হক চৌধুরী ও প্রধান শিক্ষক ময়নুল মাস্টারের পছন্দের প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হয়েছে।
তারা আরও জানান, সভাপতি প্রধান শিক্ষক টাকা নিয়েছেন বলেই তারা গেটে তালা দিয়ে নিয়োগ দিয়েছেন, যাতে কেউ ঢুকতে না পারে। আর গেটে তালা দেওয়াই প্রমাণ করে যে টাকার বিনিময়ে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছেন।
এসব অভিযোগের বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল হক চৌধুরীর ০১৩১৪-২২১৫০৬ এবং প্রধান শিক্ষক ময়নুল মাস্টারের ০১৭১৫-১৩৯০২৮ ও ০১৩০৯-১২৭২৩৯ নম্বর মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে সহকারী প্রধান শিক্ষক মনসুর একবার ফোন রিসিভ করে সাংবাদিক নাম শুনে ফোন কেটে দিলে পরে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শহীদুল ইসলাম বলেন, টাকা নিয়ে নিয়োগ দেয়া হচ্ছে এ ঘটনা সত্যি। কারণ এই নিয়োগগুলো কমিটির হাতেই থাকে। তবে আমি বিশেষ কারণে যেতে পারিনি ওখানে। আমার অ্যাকাডেমিক সুপারভাইজার শামীম আরা ইয়াসমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে অ্যাকাডেমিক সুপারভাইজার শামীর আরা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে হাই স্কুলের পাশের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল মাস্টার জানান, নিয়োগ পরীক্ষায় গেটে তালা দেবে এটা হাস্যকর বিষয়। তবে তাদের অবান্তরিণ কোন সমস্যা আছে বিধায় তারা তালা দিয়ে এমনটি করেছেন।
এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে, এমন ঘটনা আমি শুনেছি এবং তালা দেওয়ার ছবিও হাতে পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।