রূপসা(খুলনা): দেশের বিভিন্ন জায়গায় মানুষ বন্যায় কবলিত হয়ে নিস্ব হয়ে পড়েছে। বন্যা পরবর্তি সময়ে
তাদের পাশে দাড়িয়ে মানবতায় সামিল হতে, খুলনার রূপসা উপজেলা সদরের কাজদিয়া মডেল ভিলেজের ছাত্র সমাজ উদ্যোগ নিয়েছে। তারা দিনরাত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বন্যা কবলিত মানুষের জন্য উপহার সংগ্রহ করেছে। মানুষ মানুষের জন্য এই শ্লোগান বুকে লালন করে মানবতায় সামিল হতে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে কাজদিয়া মডেল ভিলেজের ছাত্র সমাজের ১১ সদস্যের একটি দল রওনা দিয়েছে।
তারা হলেন আসিক, রাতুল, তাঈন, মোস্তাফিজুর, মোহাম্মদউল্লাহ, আসাদুল্লাহ, রাজন, ইব্রাহিম, ইয়ামিন, হিরা, অনিক প্রমূখ।