সাকিব হোসেন পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত ও হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে কেশবপুর ইউনিয়নের তালতলী ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলিয়া-সুলতান ফাউন্ডেশন ও ইয়াসিন-আনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার