শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া,খুলনা:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ৪ নং ওয়াল্ডে গতকাল শুক্রবার বাংলাদেশ জামাতে ইসলামের একটি আল-কুরআন ও সুন্নাহ এর দ্বীনি আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থীত ছিলেন দিঘলিয়া উপজেলার জামাতের আমির মাওলানা আবুল হাসান,সেক্রেটারি মওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মো:ইসমাইল হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তৃতারা ফরজ ইবাদতের গুরুত্ব ও অপরিহার্যতা আলোচনা করেন। সমাজে যদি সার্বভৌমত্ব শুধু আল্লাহরই নিকটে অর্পিত হয় এবং এর বাস্তব প্রমাণ স্বরূপ সমাজের সকল স্তরে আল্লাহর শরীয়াতের প্রাধান্য স্বীকৃত লাভ করে, তাহলে একমাত্র সে সমাজেই মানুষ মানুষের দাসত্ব থেকে প্রকৃত ও পূর্ণ স্বাধীনতা অর্জন করে।