রুবেল আহমদ,জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধি: বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময়ে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে সিলেট জেলা যুবদলে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েক'টি অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন সহ নানা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিম বলেন , বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্যা ডেইলি মর্নিং সান নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে তাকে জড়িয়ে “সিলেট জেলার সাবেক যুবদল নেতা আবুল হাসিমের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ নামক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বালু-পাথর মহাল ও টিএস্কো কোম্পানী থেকে যুবদলের শীর্ষ নেতাকর্মীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিস্তর অভিযোগ তুলা হয়।
এমন কি জৈন্তাপুর উপজেলার সম্মানীত প্রশাসনের মান হানির জন্য উল্লেখিত মিথ্যা গু'জ'ব রটিয়েছে, আমার সাথে নাকি সঙ্গ দিচ্ছেন জৈন্তাপুর মডেল থানার নবাগত ওসি এবং শ্রীপুর বাংলাদেশ বর্ডার গার্ড।
এমনকি কথোপকথনের একাধিক রের্কডিং অডিও-ভিডিও ফুটেজের যে কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানানো রচিত ষড়যন্ত্রের অংশ বিশেষ।
উক্ত সংবাদের কারনে আমার তথা দলের সম্মানহানী হয়েছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইসব ঘটনার বিষয়ে আমি জড়িত নয়।
আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের দোসররা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি আরো বলেন, প্রকাশিত সংবাদে যেসব চাঁদাবাজির মি'থ্যা' গুজবে আমাকে জড়ানো হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। কেউ যদি বিএনপির নেতাকর্মী পরিচয়ে অপকর্ম, চাঁদাবাজি করেছি বলে এমন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারে আমি যে কোন শাস্তি মাথা পেতে নেবো।
পরিশেষে বলতে চাই আমার চাঁদাবাজির নামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও বিভ্রান্তকর।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
জৈন্তাপুর উপজেলার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। বিএনপি নেতা তানবির আহমেদ শাহীন, কামাল আহমেদ সাবেক যুগ্ন আহবায়ক জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, জহির মিয়া, আমির হোসেন, রফিক আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রকাশক মোঃ মাসুম সরদার, সম্পাদক মোঃ জাবেদ হোসেন
খুলনা হেড অফিস বাড়ি নং- ১২৯, (২য় তলা) আরাফাত গলি, খুলনা।
ই-মেইল: dailyebnews@gmail.com, মোবাইল: 01911179663
Copyright © 2025 EB NEWS. All rights reserved.