আলী মোহাম্মদ,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের দুসাই রিসোর্টে বিচারিক স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ আশরাফুল ইসলাম, সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এবং মহানগর দায়রা জজ রোকনুজ্জামান।
সিলেট বিভাগের চার জেলার বিচারকদের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে বিচারিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারের শেষে প্রধান বিচারপতি বিচারকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।