শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সাদেকুল ইসলাম,বিরল(দিনাজপুর) প্রতিনিধি: দাফনের ৫ মাস পর ময়না তদন্তের জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ। সোমবার দুপুরে উপজেলা (ভার:) নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতেহাক আহমেদ এর উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ী বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আব্দুস ছবুর প্রমূখ।
সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তাই বিজ্ঞ আদালতের আদেশক্রমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের পরে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুর হক বাবু বের হয়। পথিমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্থা এলাকায় পৌছালে গুলির আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category