শিরোনাম:
রূপসায় হাতেম সরদার স্মৃতি গণ গ্রন্থাগার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতক প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি নড়াইলের লোহাগড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ থানা পুলিশ বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু মোংলায় যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও বিশেষ সেবা প্রদান নানার বাড়িতে বেড়াতে এসে নাগর নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু ছাতকের ছনবাড়ী সীমান্তে বিএসএফ’র পুশ-ইন ১৭ নাগরিক বিজিবি’র হাতে আটক বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু
শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বিক্ষোভ মানব বন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মরিচা সড়কে এই মানববন্ধন করা হয়।
চিত্রকোট ইউনিয়নের কয়েক শতাধিক জমির মালিক ও সর্বস্তরের জনগন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
তারা বলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন চিত্রকোট ইউনিয়ন একটি অনুন্নত এবং অবহেলিত জনপদ। অঞ্চলটি নিম্নভূমি হওয়ার কারণে বছরের প্রায় ৯ মাস জলমগ্ন অবস্থায় পতিত পড়ে থাকে, যা মূলত অকৃষি জমি।

ফলে এলাকায় বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠির বেশীরভাগই আর্থিক দৈন্যদশার মধ্যে জীবন যাপন করে থাকে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ আইন ১৭ এর সকল নিয়মাচার শতভাগ প্রতিপালন করে ভূমি মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ২২ সালে ১১০ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করে ২৪ সালে সম্পন্ন করে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকার মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চিত্রকোট ইউনিয়নের খারসুর মৌজায় ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন’ প্রকল্প গ্রহণ করে।
এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবী পূরণে এই প্রকল্পটির সফল বাস্তবায়নে অধিগ্রহণকৃত ভূমি নিচু, অকৃষি, স্বল্পমূল্য ও সহজলভ্য বিবেচনায় জমির মালিকদের সম্মতি চাওয়া হলে তারা স্বতঃস্ফূর্তভাবে জমি প্রদানে সম্মতি প্রদান করেন। জমির মালিকদের সম্মতির প্রেক্ষিতে
ইতিমধ্যে জমির প্রকৃত মালিকরা তাদের জমির ক্ষতিপূরণ প্রদানের জন্য আবেদন করেন। উক্ত আবেদন যাঁচাই বাছাই করে ক্ষতিপূরণের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু সরকারের জনমূখী এই উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে ইতোমধ্যে এলাকার চিহ্নিত জমির দালাল ও জাল দলিল প্রস্তুতকারী অসাধু চক্র হীনব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রকল্প বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই কুচক্র মহলের আপতৎপরতার মাধ্যমে সরকারী কাজে বাঁধাদানকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category