ইবিডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষ হলো। গেল একযুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আজ বিসিবির বৈঠকের পর, তিনি সেই পদ থেকে সরে দাঁড়ালেন। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ইতোমধ্যেই ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে, তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক পদে অন্তর্ভুক্ত করা হয়।
পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস। এবার ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।