রিয়াদ ইসলাম,রংপুর প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে থেকে পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে দুজন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
তাজহাট থানা পুলিশের ওসি শাহ আলম সরদার জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।