রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি।
২৫ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮ টার সময়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগ ভান্ডার সীমান্তবর্তী ভোট হাট বাজার থেকে তাকে আটক করে ভুরুঙ্গামারী থানা হেফাজতে দেয়। আটকৃত ভারতীয় নাগরিক মোজাফফর হোসেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মোজাফফর হোসেন অবৈধভাবে বাংলাদেশে ওষুধ কিনতে আসেন
লালমনিরহাট ১৫ বিজেপি ব্যাটালিয়মের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিকুল ইসলাম সিদ্দিকী গণমাধ্যমকে ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ রুহুল আমিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।