মোঃ আজিজুল হক,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: আধুনিকতার চাপে প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলা হাডুডু’র ঐতিহ্য ফিরিয়ে আনতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আয়োজিত “রাত্রীকালিন হাডুডু প্রতিযোগিতা- ২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় বলদিয়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়।
বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে চর ভূরুঙ্গামারী একাদশকে হারিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় পাগলার হাট স্পোর্টিং ক্লাব।
বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: লুৎফর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বলদিয়ার ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোখলেসুর রহমান। অন্যান্যদের মধ্যে বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিলখুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, কচাকাটা থানার প্রতিনিধি এসআই শাহাআলম উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলকে একটি বলদ গরু ও রানার্সআপ দলকে একটি ষাঁড় পুরষ্কার হিসেবে প্রদান করে আয়োজকরা।