শিরোনাম:
রাজবাড়ী গোয়ালন্দে পবিত্র মহররম উপলক্ষে বাৎসরিক ইসলামি জলসা অনুষ্ঠিত খুলনা মহানগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে যা বললো কেএমপি বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই মণিরামপুরে ৬ জন প্রতিবন্ধী পেলো হুইল চেয়ার মণিরামপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর নাসিরনগর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে দশ দিন ব্যাপী পবিত্র মহররম পালিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা  বদরগঞ্জে পৃথক স্হানে নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মিরপুরে রাস্তার কাজে ঠিকাদার দিপুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ 

রফিকুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে ঠিকাদার সিপুর বিরুদ্ধে। রাস্তার কাজে খোয়া নিম্নমানের ব্যাবহার করা এবং পরবর্তীতে কার্পেটিং  এর কাজে বিটুমিন কম দেওয়া এবংসারফেস ফিনিশিং ভালোভাবে না করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
এলজিইডির কুষ্টিয়ার মিরপুর উপজেলার জিকেআরআইডিপি প্রকল্পের ২০২৩-২৪ অর্থ বছরের কুর্শা ভিলেজ রোড এর অন্তর্ভুক্ত শ্রীরামপুরের জহুরুলের বাড়ি-কুর্শা বাজার সড়ক ১৪৩০ মিটার রাস্তার কাজে এই অনিয়মের অভিযোগ উঠেছে।  মোট প্রকল্প বরাদ্দ ১ কোটি ৪৭ লক্ষ টাকা। জানা গেছে, এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিসুর রহমান প্রো: মো: আনিসুর রহমান। কিন্তু এই কাজটি করেছে দিপু ঠিকাদার। এই কাজটি শুরুর তারিখ ছিল ০১/০১/২০২৪ইং এবং শেষ হওয়ার তারিখ ছিল ৩০/০৯/২০২৪ ইং। কাজটি মাস দেরীতে সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা জানান, শ্রীরামপুর জহুরুলের বাড়ি থেকে কুর্শা বাজার সড়ক থেকে  নির্মাণ কাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঠিকাদারের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়। এলাকাবাসী ও স্থানীয়রা অভিযোগ করেন, গত সরকারের আমলে রাস্তায় খুয়া খারাপ দিলেও কিছু বলতে গেলে আওয়ামী লীগের প্রভাব দেখাতো।
আরও অভিযোগ করেন,উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে যাবে। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েবে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্ধে অবমূল্যায়নের ফলে দূর্ভোগের শিকার হতে হবে এলাকাবাসীদের।
এলাকাবাসী আরও জানান, ইতিপূর্বে আওয়ামী লীগের প্রভাবে খারাপ কাজ করলেও এখন কার প্রভাবে খারাপ কার্পেটিং করছে।
তারা আরো জানান, একদিকে কার্পেটিং করে যাচ্ছে, কিছু জায়গায় কার্পটিং ঊঠে যাচ্ছে। তাছাড়াও ফিনিশিং ভালো করছে না। এছাড়াও তেলের পরিমাণ কম দিয়েছে। কার্পেটিং এ বিটুমিন এর পরিমাণ একেবারেই কম দিয়েছে এবং ফিনিশিং ভালো করে নাই।
তারা আরো বলেন, ঠিকাদার আমাদের কথা শুনছেন না। তাদের ইচ্ছামত কাজ করে যাচ্ছে।  তারা চ্যালেঞ্জ করে বলেন, বিটুমিনের পরিমাণ পরিক্ষা করলে অবশ্যি কম পাওয়া যাবে। তাদের দাবী অতি দ্রুত এই কার্পেটিং এর বিটুমিন পরিক্ষা করা হোক এবং কার্পেটিং আরও ভালোভাবে করা হোক।
সরেজমিনে যেয়ে দেখা যায়, সড়কের কার্পেটিং এর কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। কিছু জায়গায় স্থানীয়রা পা দিয়ে ঘষা দিলেও পিচ উঠে যাচ্ছে। সারফেস ফিনিশিং ভালো হচ্ছে না।
এ বিষয়ে উক্ত কাজের উপ-সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার দিপু কথাও ঠিকমত শুনে নাই।এ বিষয়ে মিরপুর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান জানান, বিষয়টি সরেজমিনে যেয়ে দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category