নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে প্রেসক্লাবের সদস্য ও ইংরেজী জাতীয় দৈনিক “ডেইলি পোষ্ট” এবং দৈনিক “কালবেলা” এর করসপন্ডেন্ট মেধাবী তরুন সাংবাদিক মো. আবদুল্লাহ আল মাহমুদ এর জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) সন্ধ্যায় নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২ য় তলায় কালবেলা কার্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন ও গণ মাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক মাহমুদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাই এক সাথে মিষ্টিমুখ পর্ব অংশ নেন।
মেধাবী তরুণ সাংবাদিক মাহমুদ এর জন্মদিনে চিকিৎসক,শিক্ষক, ব্যবসায়ী ও তার সহকর্মী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।