কলি আক্তার মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বলা ১১ টায় উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর এম কে আজিজ। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিএফজি এম্বাসেডর এবং জাতীয় পার্টির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা,
পিএফজি সদস্য সাংবাদিক কলি আক্তার, সরকারি এস এম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদাদ শুভ, ছাত্রদল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. সাইফুল খান, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল্লাহ আল নাইম, জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মরিয়ম আক্তারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
সভাশেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সরকারি এস এম কলেজের ছাত্র আব্দুল্লাকে সমন্বয়কারী এবং কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদাদ শুভ, জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মরিয়ম আক্তারকে যুগ্ম সমন্বয়কারী করে নতুন কমিটি গঠন করা হয়।