শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিবপুরে দুর্ঘটনায় শরিরের নিয়ন্ত্রণ হারানো শিক্ষার্থীকে এক মাসের খাবার বিতরণ

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: পাট খড়ি দিয়ে চারদিকে ঘেরা ছোট্ট একটা দুচালা ঘর, ঘরের ভিতর মাটির উপর চাদর বিছিয়ে শুয়ে আছে সুজন শাহরিয়ার( ২৫)। বিছানায় শুয়ে ফেসবুকে এলাকা দাপিয়ে বেড়ানোর দৃশ্য বোনের সাহায্য দেখে আর দুচোখ দিয়ে ফোটায় ফোটায় চোখের পানি আর দীর্ঘশ্বাস ফেলে। শুধু কথা বলতে পারে হাত বা পায়ে নেই কোন নিয়ন্ত্রণ অপলক দৃষ্টিতে তাকিয়ে ঘুরে বেড়ানো সেই স্বপ্ন বোনে বলছি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুজন শাহরিয়ারের কথা।

ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

বন্ধুর মোটর সাইকেল চালিয়ে যাওয়া সময় অটোরিকশা সাথে লেগে সড়ক দুর্ঘটনায় পুরো শরীরের নিয়ন্ত্রণ হারায়, বিভিন্ন জায়গায় চিকিৎসার করে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এখন দুবেলা খেয়েপড়ে বাঁচতেও নানা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পরিবারটির । এখন শুধু বিছানায় শুয়ে কাতরাচ্ছে।

এমন তরুণ শিক্ষার্থীকে এক মাসের খাবার বিতরণ করেছে রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

আজ ১০ আগষ্ট শনিবার দুপুরে
উপজেলার করাতি পাড়া গ্রামের সুজন শাহরিয়ারের মা কল্পনা খাতুনের হাতে এক মাসের খাবার তুলেছে রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘর বন্ধুরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আলু, আটা, তেল, লবন।

এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ রাজিবপুর – রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন, রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর সভাপতি আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, শাহাদাৎ হোসেন লিটন, মামুনা রসিদ মারুফ,রাশিদুল ইসলাম, কাওসার মাহমুদ রিফাত, শাহীন মিয়া, শাহরিয়ার সৌরভ, হৃদয় সরদার, নাজমুল সরদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category