আতাউর রহমান,রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় নামক এলাকার আব্দুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ ১৯ আগষ্ট সোমবার সন্ধ্যা ৬ টায় বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় । পরে আশপাশের এই দুজনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসতে দেখে এই দুইজনের দেহ।
স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আশে। পরে পরিক্ষার নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান আমাদের এলাকার একই পরিবারের দুই চাচাতো ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।