আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা পরিষদের সামনে মঙ্গলবার দুপুর ১২ টায় মাধ্যমিক স্বতরের বে্সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবিতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করেছে মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
রাজিবপুর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরনেওয়াজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও আনোয়ার হোসেন, বদরপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আনিসুর রহমান।
সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন কাঠামোতে অনেক বৈষম্য রয়েছে এই বৈষম্য অনতিবিলম্বে দূর করে সমতায় আনতে হবে তা না হলে অনেক বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনের নেতৃত্ব দেন রাজিবপুর উপজেলা একাডেমি সুপারভাইজার জনাব গোলাম কিবরিয়া ও জাউনিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজিব পুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন বাবু ।
এসময় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তানভীর আহমেদ কাছে স্মারকলিপি প্রদান করেন।