আতাউর রহমান,রাজিবপুর,(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন নদ নদীতে অভিযান চালিয়ে ৭৫ টি অবৈধ রিং জাল উদ্ধার করেছে রাজিবপুর মৎস্য অফিস ।
রাজিবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন এর নেতৃত্বে রাজিবপুর উপজেলার বিভিন্ন নদ নদীতে অভিযান পরিচালনা করে ৭৫ টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার করেছে উদ্ধারকারী টিম । উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদৎ হোসেন বলেন, আমরা আজকে নদীতে অভিযান চালিয়ে ৭৫ টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, আমাদের এ অভিযান আগামী ২ মাস অব্যাহত থাকবে । যদি কেউ নদীতে এই অবৈধ চায়না রিং জাল দিয়ে মাছ ধরে তাহলে তার বিরুদ্ধে জরিমানা সহ জেল হাজতেরও বিধান রয়েছে । উদ্ধারকৃত অবৈধ চায়না জাল গুলো মদনেরচর বালুর ঘাট এলাকায় আগুন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর থানার এস আই জসীম উদ্দিন এর নেতৃত্বে রাজিবপুর থানার একটি টিম।