শিরোনাম:
নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা। রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজন জুলাই শহীদ দিবসে আলোচনা ও দোয়া রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ আভিযানে নোয়াখালী থেকে গ্রেফতার নগর পর্যায়ে জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্য চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি পরামর্শ সভা খুলনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ   একটি হারানো বিজ্ঞপ্তি রাব্বি নামে মাদ্রাসা ছাত্র ৩ দিন নিখোঁজ ১৭ লাখ টাকায় বৈধ হলো ৮ হাজার কেজি অবৈধ মা ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলদ মধুপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিব পুরে নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: অসময়ে ব্রক্ষপুত্র নদের তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার নদী বিচ্ছিন্ন কোদাল কাটি ইউনিয়ন পরিষদের আওতাধীন পাইকানটারী পাড়া ও বল্লম পাড়া গ্রামে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় আমিনুর রহমান মাষ্টারের উদ্যোগে এলাকা বাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানাগেছে গত ৭দিনের ব্যবধানে ৩৫টি বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় ৫০একর ফসলী জমি গিলে খেয়েছে রাক্ষুসে নদ।
শতশত গাছপালা চলে গেছে নদী গর্ভে। বুধবার গভীর রাতে নদী গর্ভে দেবে গেছে আরও ২টি বাড়ি।
মানববন্ধন কর্মসূচি হাজির হয়ে রহিমা খাতুন ৪০ জানান, রাইতে শুয়ে আছি হঠাৎ শুমশুম শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বাইর হয়ে দেহি আমার রান্না ঘর নদীতে ভেঙ্গে যাচ্ছে। মুহুর্তে আমার থাকার ঘরটিও চোখের সামনে নদীতে ভেঙ্গে গেল। ঘর থেইকা কিছুই বাহির করতে পারি নাই।
কোদাল কাটি ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন,গত ২ সপ্তাহে তার ওয়ার্ডের ৫০টি ঘর নদীতে বিলীন হয়েছে।আমি তালিকা করে উপজেলাতে পাঠিয়েছি। কিন্তু প্রশাসনের কেউ খোঁজ নিতেও আসেনি।

তার দাবি নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভাঙ্গন কবলিতদের রক্ষা করা।

সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম যোদ্ধার বলেন, কোদাল কাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম যে ভাবে প্রতিদিন বিলীন হচ্ছে আগামী ২/১ বছরের মধ্যে রাজিব পুরের মানচিত্র থেকে কোদাল কাটি ইউনিয়ন হারিয়ে যাবে। অতিশীঘ্রই নদী ভাঙ্গন ঠেকানো জন্য সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সমাজ সেবক আমিনুর মাষ্টার জানান, নদী ভাঙ্গন প্রতিরোধ করতে না পারলে আগামী কয়েক দিনের মধ্যেই ঐতিহ্য বাড়ি কোদাল কাটি বাজার ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি ও ফসলের মাঠ কোরালগ্রাসি রাক্ষুসী ব্রক্ষপুত্র নদ গিলে ফেলবে। সরকার মহোদয় বরাবর তার দাবি এই ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category