আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে ৭৮সেমি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
বন্যার পানি উপজেলা শহরে প্রবেশ করেছে। অফিস ও আবাসিক এলাকার চারিদিকে পানি উঠেছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যাক্রম শনিবার থেকে সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে।
মাঠ ঘাট বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার কারণে গোখাদ্য সংকট দেখা দিয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ ও সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্য গণ বানভাসিদের খোঁজ খবর নিচ্ছেন।
তবে ত্রাণ অপ্রতুল হাওয়ায় সকলের নিকট যাওয়া সম্ভব হচ্ছে না বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
অনেক বন্যার্তরা চাল ডালের পরিবর্তে গোখাদ্য প্রার্থনা করছেন বলে জানা গেছে।
রাজিব পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানিয়েছেন, বানভাসি সর্বদা খোঁজ খবর নিয়ে যথাসাধ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।