আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে বন্যার পানির সঙ্গে লড়াই -সংগ্রাম করেছেন রাজিবপুর উপজেলার মোহনগঞ্জে ইউনিয়নের বানভাসি মানুষ।
অনেকেই এখনও ঘরের ভেতরে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করেছেন ।
এসময় সরকারের পাশাপাশি এগিয়ে আসলেন, মোহনগঞ্জ ইউনিয়নে দানবীর ও সমাজসেবক খলিলুর রহমান । তার পরিবারের পক্ষ থেকে, ৫ শত পরিবারকে ইউনিয়নে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন।
এ সময় খলিলুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কয়েক হাজার এবং এসব মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তাঁরা।
অনেকেই পরিবারসহ ছোট ছোট নৌকায় আশ্রয় নিয়েছেন। সেখানেই অনাহারে-অর্ধাহারে চলছে তাদের বানভাসি জীবনযাপন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক জায়গায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। সরকারের ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে। তাই যখনই অতিবৃষ্টি, ঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায়ের পাশে দাঁড়ানো দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অবশ্য কর্তব্য। বানভাসি মানুষের পাশে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির দাঁড়ানো উচিত।
এসময় ৫ শত পরিবারকে চাল,ডাল,চিরা মুড়ি, তেল সহ ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলম সহ আরও অনেকে।