আতাউর রহমান,রাজিব পুর,(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজিব পুর মহিলা কলেজ মাঠে বিকাল চারটায় উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা রক্ষা, এলাকার মানুষের কাছে বিএনপির আদর্শ তূলে ধরা, দলীয় কোন্দল রক্ষা, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এমন নেতা কর্মীদের বহিষ্কার করা, আগামী সংসদ নির্বাচন কে ঘিরে জনমত গড়ে তোলা, আওয়ামী লীগ এর সাথে আঁতাত করে যে সকল নেতা কর্মী দলের নেতাকর্মীদের সাথে ও দলের সঙ্গে বেইমানি করছে তাদের চিহ্নিত করণ, দলের ক্র্যান্তি লগ্নে যারা দলকে টিকে রাখতে জেল জুলুম ও নির্যাতনের শিকার , তাদের মূল্যায়ন করা এবং সাম্প্রতিক বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান এর বিরুদ্ধে নানা কুৎসা রটানো বন্ধকরণ ও অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এখনও যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদা বাদীর সঙ্গে জড়িত আছেন এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত করা হয়েছে। তাদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে বর্ধিত সভায় আলোচনা করা হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আর্মি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা, বিএনপি নেতা সাব্বির হোসেন, উপজেলা যুবদল আহবায়ক প্রভাষক রোস্তম মাহমুদ লিখন ও শ্রমিক দল নেতা সোহেল রানাসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির প্রায় ৪০জন নেতা কর্মী প্রমুখ।