আতাউর রহমান, রাজিবপুর,(কুড়িগ্রাম)প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চর রাজিবপুর উপজেলা বিএনপির কার্যক্রম ঘোষণা করা হয়।
বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সমবেদনা রেখে স্ংক্ষিপ্ত কর্ম সূচি পালন করেছে।
পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যূগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আর্মি, বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক গোলাম মোস্তফা,উপজেলা বিএনপির নেতা কেএম ওসমান গণি ও সাব্বির হোসেন,যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা করে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।