আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজিবপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সোমবার মৌন মিছিল ও স্মরনসভা আয়োজন করে।
উক্ত মৌন মিছিল ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব, নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ ও তারিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হান্নান ও সাধারণ সম্পাদক করিম।স্মরনসভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা হাবিব,সহ আরো অনেকে।এসময় শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা হয়।পরিশেষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পলাশ মাহমুদের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত মৌন মিছিল ও স্মরণসভা সমাপ্তি হয়।