আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অর্থায়নে ও তত্বাবধায়নে কুড়িগ্রাম জেলার রাজিব পুর ও রৌমারী সীমান্ত বর্তী এলাকার মসজিদে মসজিদে বুকসেলফ,সুকেচ ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে আটটায় বালিয়ামারী বিজিবি ক্যাম্পের উদ্যোগে , বালিয়ামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে মসজিদের ইমাম ও সভাপতির হাতে আসবাবপত্র গুলো তুলে দেন বালিয়ামারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত বর্তী অনেক মসজিদে কোরআন ও হাদিসের অনেক বইপত্র হেফাজত করার জন্য তেমন কোন আসবাবপত্র নেই। বিষয়টি ব্যাটালিয়নে জানানো হয়। জামালপুর ব্যাটালিয়ন কমান্ডার বিষয়টি আমলে এনে, সীমান্ত বর্তী মসজিদে মসজিদে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।