রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষার্থীদের দাবি মেনে চেয়ারে বসলেন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার রাজিব পুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন সাহেব।
রবিবার বিকেল ৪ ঘটিকায় প্রধান শিক্ষক তার অফিস কক্ষে হাজির হয়ে তিনি (আজিম উদ্দিন) শিক্ষার্থীদের দেওয়া ৫ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেন।
স্ট্যাম্পে ৯টি শর্ত দেওয়া হয়। প্রধান শিক্ষক শর্ত মেনে স্ট্যাম্পে স্বাক্ষর ও সিল মহর করে দেন।
উল্লেখ্য গত ১৮ আগষ্ট উক্ত প্রধান শিক্ষক এর পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে চর রাজিবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে তিনি সরকারি চাকরি করেও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ দখল করে দাপটের সাথে শিক্ষকতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ সরকার থাকাকালীন তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি।
অফিস টাকে দলীয় কার্যালয়ে পরিনতি করেছিলেন।
স্ট্যাম্পে স্বাক্ষর কালিন সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ, শহিদুল ইসলাম,নেজাদ ও রঞ্জু মিয়া প্রমুখ।