আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
বুধবার রাত পৌনে আটটার দিকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার, রাজিব পুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, রাজিব পুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন আমিনুল ইসলাম এর মুদির দোকানে অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে পেট্রোল এর বোতল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে দোকানদার আগুনে লাগানো বোতল বাহিরে নিক্ষেপ করে। তবু ও আগুন দোকান ঘরের অনেক মালামাল পুড়ে ভস্মীভূত হয়। পরে উপস্থিত জনতার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। রক্ষা পায় বাজারের দোকান পাট। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।