আব্দুল জব্বার (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ ফেব্রুয়ারি ভোররাতে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী ও সাবেক কাউন্সিলর মাইদুল ইসলাম সহ ৬ জনকে থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১। মাইদুল ইসলাম (৪৪), পিতা- বেলাল হোসেন, সাং-ভান্ডারা কুলিক পাড়া, ০১ নং ওয়ার্ড রানীশংকৈল পৌরসভা, ২। আরথান আলী (৪০), পিতা- মৃত এহসান আলী, সাং- বাজেবকসা, ৩। আসাদুজ্জামান আসাদ (২৯), পিতা- আব্দুল কাদের, সাং- ভবানীপুর (দেহনী), ৪। এরিন জাবেদ জয় সরকার (২৪), পিতা- জাহাঙ্গীর আলম সরকার, সাং- ভান্ডারা ০৫ নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা, ৫। মেহেদী হাসান মুন্না (১৯) পিতা- করিমুল সাং- ভান্ডারা (দাসপাড়া) ০৪ নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা, ০৬। ইফতিয়ার রহমান (১৯) পিতা- কামরুজ্জামান, সাং- মুক্তা পাড়া ০১ নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা।
পরে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং- ০২ তারিখ ০৫/০২/২০২৫ খ্রিঃ ধারা-৪ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ তৎসহ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় মামলা রুজু হয়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি)আরশেদুল হক জানায়..আন্দোলনের ইস্যুতে উস্কানিমূলক লিফলেট বিতরণ করার কারণে.. তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে. তারা আসামিদের ছিনতাই করার জন্য চেষ্টা করা হয়েছিল। এজন্য সামান্য তর্কবিতর্ক হয়। এজন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।