মোঃ মাসুম সরদার,খুলনা :খুলনার রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যানরা। আজ ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর সাক্ষরিত এক অফিস আদেশের প্রেক্ষীতে প্যানেল চেয়ারম্যানদের মাঝে এ দায়িত্ব বুঝিয়ে দেন।
১নং আইচগাতী ইউনিয়নের দায়িত্ব পেলেন মোঃ মাসুম বিল্লাহ ২নং- শ্রীফলতলা-জিয়ায়ুল ইসলাম, ৩নং-নৈহাটি মোঃ ইলিয়াস শেখ, ৪ নং – টি এস বি মোঃ আছাবুর রহমান, ৫ নং – ঘাটভোগ – আজিজুল ইসলাম নন্দু।