নিজস্ব প্রতিনিধি: রূখপসা ঘাটের মাঝি শহিদ মল্লিক মাদক বিক্রেতা হাসান শেখের ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আজ সোমবার সকাল ১০ টায় পূর্ব-রূপসা ঘাট এলাকায় ছুরিকাঘাতের এই ঘটনাটি ঘটে।
এলাকায় মানুষের সাথে কথা বলে জানা যায় রূপসা ঘাটমাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি হালিম শেখের পুত্র হাসান শেখ নামে মাঝি হলেও সে এলাকায় মাদক সম্রাট নামে বহুল পরিচিত।
স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পূর্ব-রূপসা মাঝিপাড়া এলাকায় গাঁজা-বাবার বানিজ্য করে লুটছে লক্ষ লক্ষ টাকা। সবায় দেখছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলছেনা।
কেউ কেউ বলেছেন হাসানের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল দিনরাত মাদক বিক্রী করছে। যাদের দেখার কথা তারা যখন দেখেও না দেখার ভান করছে তখন আমাদের দেখা না দেখায় কি এমন আসে যায়। সংশ্লিষ্ঠ জেলা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকৃষ্ট হবে কি ?