আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন- ২০২৪ উদযাপন উপলক্ষে গত ১৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা চত্বরে প্রধান সড়কে র্যালী শেষে এক আলোচনা সভা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন ও পরিচালনা করেন ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ জলিল শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন হোসেন, রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুর রহমান, সাংবাদিক সহিদ খান,মুরশিদ আলী, আঃ রাজ্জাক শেখ, মোঃ বেনজীর হোসেন, আব্দুল মজিদ শেখ, আইয়ুব আলী ফকির, নাঈমুুজ্জামান শরীফ, মোঃ আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি সৈয়দ আজগার আলী, সুখদেব বৈরাগী প্রমুখ।