আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন এলাকায় পুলিশের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে ১১ পিচ ইয়াবা সহ দুই ব্যবসায়ী আটক। এস আই মো.ওহিদুর রহমানের নেতৃত্বে এ এস আই রতন সহ সঙ্গীয় ফোর্স গত ১৭ অক্টোবর দুপুর ১ টার দিকে শ্রীফলতলা পুলিশ ফাঁড়ি এলাকায় মিষ্টির দোকানের সামনে চেকপোস্টের পুলিশরা যাত্রীসহ ভ্যানগাড়ি থামানোর সাথে সাথে আসামিরা দৌড়ে পালানো চেষ্টাকালে ধরে তাদের দুইজনের শরীর তল্লাশির মধ্যে ১১ পিচ ইয়াবা উদ্ধারপূর্বক আটক হয়। আসামিরা হলো- আইচগাতি ইউনিয়নের শেখ সিরাজুল ইসলামের ছেলে তানভির আহম্মেদ তৌকির (২২) এর কাছে ৬ পিচ ইয়াবা এবং শীরগাতি গ্রামের আব্দুর রাজ্জাক গাজির ছেলে হাসান গাজি (২৩) এর কাছে ৫ পিচ ইয়াবা পাওয়ায় রূপসা থানায় মাদক মামলা হয়।