এম মুরশীদ আলী: রূপসা উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত ৭ অক্টোবর কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
এ সময় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকারের সভাপতিত্বে এবং আজগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: রহমান ঢালীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আল আকসা মাদ্রাসার সুপার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ: কাদের, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুচিত্রা রানী দাস, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপসী রানী মৌলিক, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসা: ফাতেমা খাতুন নিপা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।