আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ২জানুয়ারী বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, ওসি তদ্নত মো. মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:বোরহান উদ্দীন।
এসময় বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আইসিটি কর্মকর্তা মো:ইমরান হোসেন আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ছাত্র প্রতিনিধি মো: লিয়ন, নাইম রেজা, মেহেদী হাসান, ফায়াদ কাজ, মো: কবিরুল ইসলাম, মো: এনায়েনতুল্লাসহ মিডিয়াকর্মীরা ও ভাতা ভোগীরা উপস্থিত ছিলেন। এসময় প্রতিবন্ধী ও এতিমদের মাঝে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়।