নিউজ ডেস্কঃ
রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১০ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে তারুণ্যর উৎসব উদযাপন উপলক্ষে তরুন তরুনীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
এ সময় তিনি সুবিধা ভোগী তরুন তরুনীদের সাথে নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নতীকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনের উৎসাহিকরণ, জুলাই /২৪ বিপ্লব, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই উদ্যােক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ক আলোচনা সহ বিবিধ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভায় রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাউসার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,উদ্যোক্তা দিবা রাণী দাস,ছাত্র প্রতিনিধি তরিকুল ইসলাম,সাকিব রেজা প্রমূখ।