নাহিদ জামান,রূপসা: খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর দুপুরে বাহির বাড়ীর ভেড়া ঠিক করার জন্য সজীব শিকদার একটি বাশ গাড়লে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করে । এ ঘটনায় সজীব শিকদারের মা রহিমা বেগম (৫০) নিজের ছেলেদের রাগ-ধাগ করে এবং বাশ উঠায় আনতে ছেলেদের নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষ ঘটনা বুঝতে না পেরে একপর্যায়ে মোবারেক ও তরিক দেশীয় লাঠি দিয়ে হামলা করে। তাছাড়া সজীব শিকদারের বাড়িতে প্রবেশ করে অনধিকার চর্চা মারপিট এবং ভাংচুর করে। এসময় সজীব শিকদার ২৪ এবং তার মা রহিমা বেগম নিলা ফুলা জখম হয়। তাছাড়া ঘরের জানালা ভাংচুর করে এবং সজীব শিকদারের ভাবীকে লাঞ্চিত করে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে ভিকটিমদের উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে। অন্য একটি সুত্র জানায় তারা পরস্পর আত্মীয় স্বজন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। মোবারক এবং তরিক সজীব শিকদারের ফুপাতো ভাই। গোলযোগের বিষয় বুঝতে না পেরে অন্যায় ভাবে বাড়ির মহিলাদের কানপড়া শুনে তারা তার মামী ও মামাতো ভাইদের উপর হামলা করেছে।