এম মুরশীদ আলী : রূপসার গাজীর দোকান নামক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ২ কর্মীর মধ্যে হাতাহাতি হয়েছিল।
এরপর ঐ ঘটনা নিয়ে পুনরায় দুটি পক্ষের বাকবিতন্ডা এবং সংঘাত সৃষ্টি আগেই নেতৃবৃন্দের হস্তক্ষেপে এক সালিশী বৈঠক হয় গত ৬ নভেম্বর বিকেলে। রূপসার টিএসসি ইউনিয়নের গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী বিএনপি একটি আদর্শিক দল হিসেবে পরিচিত। তাই দলের মধ্যে কোন প্রকার অশান্তি-নৈরাজ্য সৃষ্টি না করে নিজেদের মধ্যে ঐক্য গড়ার আহবান জানিয়ে সালিশী বৈঠকে সমাধানের মূল ভূমিকা রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাফুর মোড়ল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার খান, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব
মো. আজিজুর রহমান, সাবেক ইউনিয়ন মেম্বার হাকিম কাজী, বিএনপি নেতা মো. শামীম শেখ, বাদশা জোমাদ্দার, খন্দকার শরীফুল ইসলাম, ইউপি সদস্য শেখ শফিকুল ইসলাম বাবু, নজরুল ইসলাম শেখ, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশফিকুর রহমান সুমন, যুবদল নেতা জাহিদুল ইসলাম, ইমরান,ছাত্রনেতা আবু সাঈদ, কামরুল ইসলাম, মিলন মীর, কামরুল মোড়ল, স্বেচ্ছাসেবক দলের নেতা নাঈমুল ইসলাম, মনিশংকর পাচু সহ উভয় গ্ৰামের শতাধিক লোকের উপস্থিত ও সম্মতিতে তুচ্ছ ঘটনার পরিপূর্ণ সমাধান হয়।