আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নিহালপুর গ্রামের পশ্চিম পাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শফিকুল ইসলাম, নারী পুলিশ কামরুন নাহার লিলিসহ মাদকবিরোধী একটি টিম গতকাল ১৪ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটের সময় অভিযান।
এ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের ৮ হাজার টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন ওরফে মুসা ও তার স্ত্রী বিউটি বেগম কে পুলিশ আটক করেছেন। তাদের বিরুদ্ধে রূপসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।উল্লেখ্য, মোশারফ হোসেন (মুসা) নিহালপুর গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে তার মাতা মৃত হাজেরা বেগম।