মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল (৭অক্টোবর) মঙ্গলবার বিকেল ৪ টায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন উপলক্ষে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। উপজেলা সিঃ মৎস কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাসের সভাপতিত্ব বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএমএ মালেক, যুগ্ন আহবায়ক মহিতোষ ভট্টাচার্য, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আইরিন আক্তার, স্বপনা রানি পাল, সম্প্রসারণ সহকারি মাসুদুর রহমান, অফিস সহকার নোমান আলী মন্ডল, শাহেদ শিকদার, লালন শিকদার,কামাল সিকদার, হানিফ মোড়ল,জাহিদ শেখ,নুরুল হক মোল্লা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন, আমি চাই রুপসা উপজেলায় কোন মৎস্য জেলে ভাইয়েরা যেন কোন শাস্তির আওতায় না আসে, আপনারা নিয়ম মেনে মাছ ধরবেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার্থে সকলের সহযোগিতা দরকার। মনে রাখবেন আমরা ছোটবেলায় বড় বড় ইলিশ মাছ খেয়েছি এখন খেতে পাই না কেন?
সরকার থেকে যে ধরনের বিধি নিষেধ আইন আসবে আমরা সকলেই তা মেনে চলবো, একই সাথে আমরা সচেতন হবো।