মোঃ মাসুম সরদার খুলনা: কি কারনে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করার পরে জানা গেছে স্কুল শিক্ষকের কারণেই মেধাবী ছাত্রী আত্মহত্যা করেছে। যা ছাত্রীর পরিবার জানায়।
ঘটনার পর থেকে স্কুল শিক্ষক পলাতক রয়েছে।
ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তার মা নুরন্নাহার খান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন শিক্ষক মাহবুবুর রহমান তার স্ত্রী এবং অপর শিক্ষিকা কাকলি গাইন এর বিরুদ্ধে।
মেধাবী ছাত্রী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো এবং একই স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান এর দুশ্চরিত্র তার কারণেই মেয়েটি আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করেছেন।
এর আগে নিদ এর চিঠি উল্লেখ্য করে তার মা জানান, আমার একমাত্র মেয়ে ফাইরুজ মাহমুদ নিদ রুপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। তার বয়স ১৪ বছর। গত ২৪/৭/২৪ তারিখ বুধবার আনুমানিক ৪ টার সময় গলায় ওড়না দিয়ে আত্নহত্যা করে, আমার মেয়ে নিদের মৃত্যুর জন্য দায়ী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এম মাহবুবুর রহমান, মিসেস মাহবুবুর রহমান ( সোনিয়া সুলতানা) এবং ঐ একই স্কুলের আর একজন শিক্ষিকা কাকলি গাইন।যেটা আমি জানতে পারি আমার মেয়ের হাতে লেখা চিঠি থেকে যা মৃত্যুর আগে নিদ নিজের হাতে লিখে গেছে।শিক্ষক এম এম মাহবুবুর রহমান এবং মিসেস মাহবুবুর রহমান আমার মেয়ের মৃত্যুর দিন থেকে পলাতক।আমি আমার মেয়ের করুণ মৃত্যুর কঠিন বিচার চাই।
আমি চাইনা আর কোন মা এভাবে তাদের বুকের ধন হারিয়ে ফেলুক।কোন ভাই তার বোন হারিয়ে ফেলুক, কোন বাবা তার বুকের মানিক কে নিজ হাতে কবরে রেখে আসুক।সবার সহযোগিতা কামনা করছি।এই খুনিকে ধরিয়ে দিতে সবাই সাহায্য করুন।