এম মুরশীদ আলী : প্রযুক্তিতে চৌকস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (STEM & ICT Skills for the Girls of Coastal Area-SISGCA) শীর্ষক প্রকল্পের আওতায় রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কমরেড রতন সেন কলেজিয়েট স্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং, রোবটিক্স, বিজ্ঞান ও গণিতের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এ ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তি কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে ওঠার উৎসাহ দিতে গত ২৯ জানুয়ারী দিনব্যাপী শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক প্রোজেক্ট প্রদর্শনী, স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্ট, রোবটিক্স প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, মেয়ে শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা, জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ, সচেতনতা তৈরীতে বিভিন্ন কার্যক্রম কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক ডিসপ্লে পরিদর্শন অনুষ্ঠিত হয়।
উল্লেখিত প্রকল্পের নির্ধারিত দুটি স্কুল ছাড়াও রূপসা উপজেলার আরো ৬টি স্কুল এই ফেস্টে অংশগ্রহণ করে। যথাক্রমে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পিঠা ভোগ ডি.জি.সি হাইস্কুল, নৈহাটি গার্লস স্কুল ও কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। এ অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
স্টেম প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ দিপার সভাপতিত্বে ও মাহমুদ হাসান শোভনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কমরেড রতন সেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লক্ষ্মন কুমার সাহা, বিদ্যানুরাগি সুখেন রায়, এক্সকিউটিভ ডিরেক্টর বিডিওএম প্রণ নাসির খান সৈকত, নৈহাটী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্ধিব সরকার প্রমূখ।