মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ২৪খুলনা:
রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ডিউটি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
আটককৃত মাদককারবারিদ্বয় হলেন রূপসা থানাধীন মোঃ শাহাবুদ্দিন সরদার, পিতাঃ রজব আলী সরদার ও মোঃ জামাল হাওলাদার, পিতাঃ পনু হাওলাদার।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি ২০২৫ রাত ৮.৪০ ঘটিকায় রূপসা থানা কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও কোর্সের সহযোগিতায় এক বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতার করেন।
বিশেষ ডিউটি করা কালীন রূপসা থানাধীন রামনগর আকবরের মোড়ে অবস্থান করলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি রূপসা থানাধীন রামনগরের খায়রুল স্টোর নামক মুদি দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। তখন এসআই শফিকুল ইসলাম ফোর্স সহ সেখানে উপস্থিত হইলে দুই ব্যক্তি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজন আকরাম হাজির বাড়ির সামনে হোঁচট খেয়ে পড়িয়া যায় এবং অপরজন দৌড় দিলে তাকে সঙ্গীয় অফিসারদের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাঁদের নিকট হতে আলামত হিসেবে ১০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।