রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭ উপজেলার ১৬ চেয়ারম্যান, ৩৪ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ নিয়েছেন।
বুধবার (৩ জুলাই) সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে তাদের শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এসময় তিনি উপজেলার সবাইকে নিয়ে কাজ করা, দায়িত্বশীলতার পরিচায় দেয়া ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা নিশ্চিত করার র আহবান জানান।
রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে ছিলেন পলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
উল্লেখ্য, গেলো ২৯ মে ও ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ও চতুর্থ ধাপে রংপুর বিভাগের ১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আইনী জটিলতায় রংপুরের গঙাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ নিতে পারেননি।