নাজিম সরদার,নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বাগেরহাট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশি কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফফর আলম।
অনুষ্ঠনে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ্ব আনোয়ার হোসেন পঞ্জায়েত, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বিএসসি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল আহসান শিমুল গাজী, মঞ্জুরুল করিম এনায়েত, কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম তালুকদার, মহিলা দলের সহ সভানেত্রী পারভীন আক্তার, যুবদল নেতা সোহাগ গাজী, ছাত্রদল নেতা মেহেদী সুমন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু।
সভায় বক্তারা ৭ নভেম্বরের শহীদ জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দকে দলীয় মতভেদ ভুলে সুসংগঠিত হওয়ার আহবান জানান।